ধর্মান্তরিত হয়ে বিয়ে করে বাবার রোষানলে পড়েছেন হিরা মনি

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন হিরা মনি। তিনি ধর্মান্তরিত হয়ে ভালোবেসে বিয়ে করেছেন সাব্বির হোসেন নামের এক যুবককে। তারা দু জনই প্রাপ্ত বয়স্ক। পড়ছেন অনার্সে। কিন্তু হিরা মনির বাবা তাদের বিয়ে মেনে নিতে পারেননি। পুলিশ দিয়ে তার শ্বশুর-শাশুড়িকে নানাভাবে হয়রানি করছেন বলে উলেখ করেছেন। এখন তারা পথে পথে ঘুরছেন। ভালোবাসার মর্যাদা পেতে পরিবারের সহমর্মিতা ও সহযোগিতা কামনা করেছেন।
রবিবার বিকেলে ঝিনাইদহের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হিরা মনি এই আকুতি জানান। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার বক্সির চাঁদপুর গ্রামের সুশান্ত কুমার ভৌমিকের একমাত্র মেয়ে। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তিনি প্রাপ্তবয়স্ক ও সাবালক। ভালোমন্দ বোঝার ক্ষমতা তার আছে। তিনি জেনে বুঝে ও সজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়া মোতাবেক মুসলিম হয়েছেন। ধর্মান্তরিত হয়ে হিরা মনি বিয়ে করেছেন একই উপজেলার জাহাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাব্বির হোসেনকে। তার সঙ্গে কলেজে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হিরা মনি দাবি করেন তার ধর্মান্তরিত ও বিয়ের ক্ষেত্রে স্বামী সাব্বির হোসেন বা তার বাবা-মা মামা কোনো চাপ প্রয়োগ করেননি। তাকে কেউ অপহরণও করেনি। তিনি স্বেচ্ছায় বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে উঠেছেন। অথচ বিয়ের পর থেকেই তার বাবা সুশান্ত কুমার ভৌমিক পুলিশ দিয়ে তার শ্বশুর শাশুড়িকে নানাভাবে হয়রানি করছেন বলে হিরা মনি অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, পুলিশ যদি জোর করে তার বাবা-মায়ের মাতার কাছে ফেরত পাঠায় তাহলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হবেন। এ ছাড়া তার আর কোনো পথ খোলা থাকবে না। সংবাদ সম্মেলনে হিরা মনির স্বামী সাব্বির হোসেন ও শ্বশুর পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।