একাত্তর টেলিভিশন যশোরের ক্যামেরা পারসন রাব্বির পিতৃবিয়োগে শোক

0

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির যশোর অফিসের ক্যামেরাপার্সন আল আমিন রাব্বির বাবা সিরাজুল ইসলাম (৬৫) ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার দুপুর ১ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আল আমিন রাব্বি জানান, তার বাবা এর আগে দুইবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ রবিবার সকালে তাঁর শরীরের অবনতি হয়। তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। দুপুর ১ টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রবিবার বাদ মাগরিব তাঁর নিজ গ্রাম যশোর সদরের মন্ডলগাতি গ্রামে জামে মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় সরকারি কবরস্থানে দাফন করা হয়। জানাজায় যশোরের কর্মরত সাংবাদিকরা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এদিকে সাংবাদিক আল আমিন রাব্বির বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অনুরুপ পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামানসহ সকল সদস্য এবং যশোর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবির রিটনসহ সকল সদস্য। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ সমবেদনা জানান।