যশোরে ৩৬ দিনে ৯৭ হাজার ৩৬৯ জনের করোনা টিকা গ্রহণ : ২য় ডোজ শুরু

0

বিএম আসাদ॥ যশোরে করোনা টিকার প্রথম চালানোর প্রথম ডোজ গতকাল শেষ হয়েছে। এ চালানের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। এ নিয়ে গত ৩৬ দিনে যশোরে ৯৭ হাজার ৩শ’ ৬৯ জন টিকা গ্রহণ করেছেন।
যশোর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. মো. রেহেনেওয়াজ জানিয়েছেন, গতকাল যশোরে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৭টি নমুনা পরীক্ষা করার পর খুলনা থেকে এ দু’জন আক্রান্ত হন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮শ’ ৮৫ জন। মৃত্যু হয়েছে ৬৯ জনের ৪ হাজার ৬শ’ ৭৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে, করোনা থেকে নিজেদের সুরক্ষার জন্য কাল একদিনে ১ হাজার ৬শ’ ২৩ জন টিকা নিয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকা দেয়া শুরু হয়েছিল। সে মোতাবেক কাল পর্যন্ত ৩৬ দিনে ৯৭ হাজার ৩শ’ ৬৯ জন করোনা টিকা নিয়েছেন। যশোরে প্রথম চালানে ৯৬ হাজার ডোজ করোনা প্রতিরোধক টিকা আসে। প্রথম চালানের দ্বিতীয় ডোজ আসে ২০ হাজার। দু’চালানে ১ লাখ ১৬ হাজার ডোজ টিকা আসে। কাল জেলায় ১০টি টিকাদান কেন্দ্রে ২শ’ ৫৪টি টিকার ডোজ দেয়ার পর ৩৬ দিনে ৯৬ হাজার করোনা টিকার ডোজ শেষ হয়ে যায়। ২য় ডোজ দেয়া শুরু হয়েছে। একমাস ৬ দিনে ৩৪ হাজার ৪শ’ ২০ জন নারী ও ৬২ হাজার ৯শ’ ৪৯ জন পুরুষ করোনা টিকা নিয়েছেন বলে ডা. মো. রেহেনেয়াজ জানিয়েছেন।