যশোরে সপ্তাহব্যাপী বিভাগীয় বাস্কেটবল প্রশিক্ষণ সম্পন্ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হলো খুলনা বিভাগীয় বঙ্গবন্ধু বাস্কেটবল প্রতিভা অন্বেষণ কর্মসূচির অংশ হিসেবে মহিলাদের ৭ দিনের বাস্কেটবল প্রশিক্ষণ শিবির। এ উপলক্ষে গতকাল রোববার যশোর জিমনেসিয়াম সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশেনের কোষাধ্যক্ষ ও জাতীয় বাস্কেটবল প্রশিক্ষক ওয়াসিফ আলী। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেট। পরিষদের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম সালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, বাস্কেটবল পরিষদের সম্পাদক মো. রায়হান সিদ্দিকী প্রবাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, নির্বাহী সদস্য সোহেল আল মামুন নিশাদ, ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ প্রমুখ। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রী সাহা মনি। উল্লেখ্য, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন মেয়ে অংশ নেয়।