শ্বশুরের পিটুনি খেয়ে জামাই হাসপাতালে

0

স্টাফ রিপোর্টার ॥ স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়িতে হামলার শিকার হয়েছেন কিরণন্ময় সাহা (২৮) নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কিরণন্ময় সাহা যশোর সদর উপজেলার কামালপুর সাহাপাড়ার প্রয়াত রবীন্দ্রনাথ সাহার পুত্র এবং বাসের সুপারভাইজার। ১০ বছর আগে মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের বিশ্বজিত ঘোষের মেয়ে চম্পা ঘোষকে তিনি বিয়ে করেন। দাম্পত্য জীবনে তারা তনুশ্রী সাহা নামে এক কন্যা সন্তান লাভ করেন। যার বয়স ৬ বছর। কিরণণ¥য় সাহা জানিয়েছেন, বাসের রিজার্ভ ভাড়া থাকায় গত ৩ দিন তিনি বরিশালে ছিলেন। সেখান থেকে মোবাইল ফোনে জানতে পারেন, গত ১০ মার্চ সকালে প্রতিবেশী লোকজনের সাথে তার স্ত্রী চম্পা ঘোষ গোলযোগ করার পর একমাত্র শিশুকন্যা তনুশ্রী সাহাকে ফেলে রেখে জামজামি গ্রামে পিত্রালয়ে চলে যান। কিরন্ময় সাহা বরিশাল থেকে এসে রোববার ভোরে শ্বশুর বাড়িতে যান। যাওয়ার পর জামাই কিরণণ¥য় সাহাকে শ্বশুর বিশ্বজিত ঘোষ, শ্যালক জয় ঘোষ সহ কয়েকজন মিলে রড ও হাতুড়ি দিয়ে বেদম প্রহার করে। প্রহারে কিরন্ময় হাত ভেঙে যায়। তখন লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ খবর শুনে তার পিতা, শিশু তনুশ্রী সাহা ও অন্যদের সাথে নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে পিতার এ অবস্থা দেখে শিশুটি কাঁদতে থাকে।