২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রতিবেদন চায় জামুকা

0

লোকসমাজ ডেস্ক॥ উপজেলা পর্যায় থেকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রতিবেদন নির্ধারিত সময়ে না পাঠানোয় ক্ষুব্ধ হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। তাই ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দিয়েছে সংস্থাটি। রোববার (১৪ মার্চ) সকল অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে জামুকা। চিঠিতে বলা হয়, জাতীয় মুক্তিযােদ্ধা কাউন্সিলের সুপারিশহীন বীর মুক্তিযােদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে গত ৩০ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি দেশব্যাপী উপজেলা/মহানগর পর্যায়ে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ের প্রতিবেদন নির্ধারিত ছকে যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৩ কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত অনেক উপজেলা থেকে প্রতিবেদন পাওয়া যায়নি, যা দুঃখজনক। এতে আরও বলা হয়, প্রতিবেদন না পাওয়ার কারণে একদিকে যেমন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিতকরণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে, অন্যদিকে উপজেলা পর্যায়ে নানাবিধ অনিয়মের অভিযোগ উত্থাপিত হচ্ছে। এটা মোটেও কাম্য নয় এবং ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশে সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় পত্র পাওয়া মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত ছকে জামুকার ই-মেইলে (dg@ jamuka.gov.bd) প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে।