চার ম্যাচে তিন ‘০’, কোহলিকে পুলিশের খোঁচা

0

লোকসমাজ ডেস্ক॥ নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় অতিবাহিত করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ চার ইনিংসে তিনবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। কোহলির প্রায় এক যুগের ক্যারিয়ারে এমনটা আগে কখনও হয়নি। যা নিয়ে খোঁচা মারতে ছাড়েনি খোদ তার দেশের পুলিশও। সবশেষ শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় কোহলি। টস হেরে আগে ব্যাট করতে নামা ভারতের পক্ষে ৫ বল খেলে ০ রান করেন তিনি। আউট হন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদের বলে। এ নিয়ে সবশেষ চার ম্যাচের পাঁচ ইনিংসে তিনবার শূন্য রানে ফেরেন কোহলি। যার শুরুটা হয়েছিল টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংস দিয়ে। সেদিনও ৫ বলে ০ রান করেন কোহলি। পরে সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬২ ও পরের ম্যাচের একমাত্র ইনিংসে করেন ২৭ রান। আবার চতুর্থ ম্যাচে গিয়ে শূন্যের সঙ্গে সাক্ষাৎ হয় কোহলির। সেই ম্যাচের ভারতের একমাত্র ইনিংসে ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি দলের অধিনায়ক। অফফর্ম দীর্ঘায়িত করে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও খালি হাতে ফিরেছেন কোহলি।
বারবার ব্যাটিংয়ের সকল গিয়ারস পরে সুসজ্জিত হয়ে মাঠে নেমেও শূন্য রানে ফিরে আসাটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছে উত্তরখণ্ড পুলিশ। তারা এর মাধ্যমে দিয়েছে এক সচেতনামূলক বার্তা। যার অর্থ হলো, হেলমেট পরে গাড়ি চালালেই হবে না, সঙ্গে থাকতে হবে সতর্কতাবোধও। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোহলির শূন্য রানে আউট হয়ে ফিরে যাওয়ার ছবি ব্যবহার করে উত্তরখণ্ড পুলিশ লিখেছে, ‘শুধু হেলমেট পরাই যথেষ্ঠ নয়। আপনাকে পূর্ণ সতর্ক থেকে গাড়ি চালানো লাগবে। অন্যথায় আপনিও কোহলির মতো শূন্য রানে আউট হয়ে যাবেন।’
हेलमेट लगाना ही काफ़ी नहीं है!
पूरे होशोहवास में गाड़ी चलाना ज़रूरी है,
वरना कोहली की तरह आप भी ज़ीरो पर आउट हो सकते हैं. #INDvEND #ViratKohli pic.twitter.com/l66KD4NMdG
— Uttarakhand Police (@uttarakhandcops) March 12, 2021
এ ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে প্রায় ত্রিশ হাজার মানুষ পছন্দ করেছেন ছবিটি এবং রিটুইট করেছেন সাত হাজারের বেশি মানুষ।