সাতক্ষীরায় নৌকাডুবির ২২ দিন পর মিলল নিখোঁজ শ্রমিকের লাশ

0

লোকসমাজ ডেস্ক॥ সাতীরার আশাশুনি উপজেলায় নৌকাডুবির ২২দিন পর নিখোঁজ তৃতীয় শ্রমিকের লাশ পাওয়া গেছে। উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, মঙ্গলবার রাতে তার ইউনিয়নের কুড়িকাহুনিয়া ভাঙন পয়েন্টে কপোতা নদ থেকে আব্দুল আজিজ মোড়ল (৬৩) নামে এই শ্রমিকের লাশ উদ্ধার করেন তারা। আজিজ উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মুন্সি মানিক মোড়লের ছেলে। গত ১৬ ফেব্রুয়ারি বেড়িবাঁধ মেরামতের ১২ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার ডুবে যায়। সে সময় তিন শ্রমিক নিখোঁজ হন। পরে বাবর আলী সরদার (৪৫) ও শফিকুল সানা (৪৮) নামে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। চেয়ারম্যান বলেন, রাত ৯টার দিকে লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। তিনি গিয়ে এলাকাবসীর সহায়তায় উদ্ধার করেন। খবর পেয়ে রাত ১০টার দিকে তার ছেলে শাশ শনাক্ত করেন। পরে আশাশুনি থানার ওসি মো. গোলাম কবীরকে জানিয়ে রাত ১১টার দিকে পরিবারে হস্তান্তর করা হয়।