খুলনায় পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে যৌতুকের মামলা

0

লোকসমাজ ডেস্ক॥ খুলনায় গোয়েন্দা পুলিশের এক পরিদর্শকের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী। খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, মঙ্গলবার রাতে নাহিদ হাসান নামে এই পরিদর্শকের বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলাটি হয়। মামলায় অভিযোগ আনা হয়েছে, ২০১৪ সালে বিয়ের পর বিভিন্ন সময় সাত লাখ টাকা দেওয়ার পরও আরও যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন নাহিদ। নাহিদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রেণিখালি গ্রামের কাদের মৃধার ছেলে। বর্তমানে খুলনায় গোয়েন্দা পুলিশ বিভাগে কর্মরত। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১ মার্চ রাতে জমি কেনার জন্য ১৪ লাখ টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে মারধর করেন নাহিদ। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান। এর আগে স্বামীর অত্যাচার ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন নাহিদের স্ত্রী। পরে মামলা করেন। এই দম্পতির পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।