উপশহরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার দায়ে ট্রাকচালকের ৩ বছর কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের উপশহরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার দায়ে ট্রাকচালক সেলিম হোসেনকে ৩ বছর সশ্রম কারাদ-এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত। বুধবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুসা এই রায় প্রদান করেন। বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাড. সেতারা খাতুন বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। দ-প্রাপ্ত সেলিম হোসেন উপশহর ১ নম্বর সেক্টরের সারথী মিল এলাকার মিজানুর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ নভেম্বর বিকেলে আসামি সেলিম হোসেন বাড়িতে একাকি থাকার সুযোগে বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে গোসলখানা নিয়ে যান। সেখানে তিনি তাকে ধর্ষণের চেষ্টা করলে কিশোরীর চিৎকার দেয়। এ সময় আশেপাশের লোকজন ছুটে এলে সেলিম হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় মামলা করা হয়। এ মামলায় আসামি সেলিম হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত কারাদ- ও অর্থদ- প্রদান করেন।