কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ক্যামেরা ও মাইক্রোফন ছিনতাই

0

স্টাফ রির্পোটার, কেশবপুর(যশোর)॥ যশোরের কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ক্যামেরা ও মাইক্রোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদ সংলগ্ন কেশবপুর থানাধীন মেহেরপুর বিলের মধ্য হতে স্থানীয় রাশীদুলের নেতৃতে একটি সিন্ডিকেট অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ভারী যান বাহনে অন্যত্র বিক্রি করছে। এই ধরণের একটি সংবাদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কেশবপুর প্রতিনিধি আক্তার হোসেনসহ তিনজন বুধবার সকালে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান এবং মাটি কাটার স্থান ও মাটি বহনকরার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তার ভিডিও ধারণ করেন। এসময় স্থানীয় মাটি ব্যবসায়ী কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের আব্দুর রশীদসহ কতিপয় লোকজন ভিডিও ধারণ ও ছবি তুলতে বাধাগ্রস্থ করে এবং সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এসময় কর্মরত সাংবাদিকরা ওই স্থান ত্যাগ করে পাশ্ববর্তী গোবিন্দপুর হাইস্কুল মোড়ে অবস্থান নেয়। সাংবাদিকদের অবস্থান টের পেয়ে আব্দুর রশীদের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা গোবিন্দপুর হাইস্কুল মোড়ে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাস্তা ও মাটি কাটার ভিডিও ধারণের তথ্য প্রমাণ সম্বলিত ডি.এস.এল আর ৭০০ ডি মডেলের ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই চ্যানেলের কেশবপুর প্রতিনিধি বাদী হয়ে বিকেলে আব্দুর রশীদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮/১০জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জসিম সাংবাদিক বলেন, ঘটনা শুনেছি এবং অভিযোগ পেয়েছি।