নওয়াপাড়া পৌরসভা নির্বাচন দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪১ কাউন্সিলর প্রার্থী

0

নজরুল ইসলাম মল্লিক,অভয়নগর (যশোর) ॥ আগামী ১১ এপ্রিল অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে বুধবার দ্বিতীয় দিনে অভয়নগর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন কাউন্সিলর প্রার্থী। এর আগে প্রথম দিনে (মঙ্গলবার) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০ জন। এ নিয়ে গত দুই দিনে মোট ৪১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেন। তবে মেয়র পদে এখনও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। আগামী ১৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান জানান, গত দুই দিনে নওয়াপাড়া পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী হিসেবে রোকেয়া বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে শিরিনা বেগম, সুলতানা আরেফা মিতা, তাহমিনা বেগম, রুকসি বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে রাশেদা বেগম লিপি ও লাবনি আক্তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।
সাধারণ আসনের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নূর ইসলাম, এস এম আমিনুর রহমান, ২নং ওয়ার্ডে শেখ ওয়াদুদ, নাসির উদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডে আব্দুর রউফ মোল্লা ,তালিম হোসেন, রফিকুল ইসলাম মজুমদার, ৪নং ওয়ার্ডে আব্দুস সালাম, আব্দুল মালেক হাওলাদার, মেহেদী হাসান, মো. জিয়াউদ্দিন, মেহেদী হাসান সুজন, ৫নং ওয়ার্ডে আমির হোসেন, মিজানুর রহমান মোল্লা, মো. মারুফুজ্জামান, ৬নং ওয়ার্ডে লুৎফর রহমান বিশ্বাস, এম ছামাদ খান, জাহাঙ্গীর হোসেন, ৭নং ওয়ার্ডে সরদার মশিয়ার রহমান, রেজাউল ইসলাম, মুন্সী আব্দুল মাজেদ, মো. বুলবুল আহমেদ হান্নান,মো. জোবায়ের বিশ্বাস, মো. মামুন ফারাজী, মো. মোজাফ্ফার হোসেন, মো. ফিরোজ খান, ৮নং ওয়ার্ডে আসাদ বিশ্বাস, মুজিবর রহমান ,বিপুল শেখ এবং ৯নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মিজানুর রহমান ,আব্দুল গফ্ফার তরফদার, খায়রুল সরদার ও এনামুল হক। মনোনয়নপত্র বিক্রির শেষ ও দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ২৪ মার্চ এবং ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে বলে নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।