অভ্যন্তরীণ গোলযোগে বাধ্যতামূলক ছুটিতে আইসিসির প্রধান নির্বাহী!

0

লোকসমাজ ডেস্ক॥ সহকর্মীদের সঙ্গে বিরূপ আচরণের অভিযোগে তোপের মুখে পড়েছেন আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনি। অভ্যন্তরীণ এক তদন্তের পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অবশ্য আইসিসি এখনও এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। এমন খবর জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। মূলত সাহনির কর্তৃত্ববাদী আচরণ নিয়েই ঝামেলা সৃষ্টি হয়েছিল। যে অভিযোগের ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্তের কাজটি করে অডিট ফার্ম প্রাইস ওয়াটারহাউজ কুপার্স। জানা গেছে, মেয়াদ শেষ হওয়ার আগেই সাহনি পদত্যাগ করতে পারেন!
২০১৯ সালে বিশ্বকাপের পর ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হন সাহনি। এর পর থেকেই বিভিন্ন নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নিয়ে প্রভাবশালী বোর্ডগুলোর সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছিল না। বিশেষ করে আইসিসির প্রতি বছরে একটি বড় ইভেন্ট আয়োজনের বিষয়টি। এ প্রস্তাবটি ভালোভাবে নেয়নি তিন মোড়ল। তার ওপর সহকর্মীদের সঙ্গেও আচরণের প্রকৃতি ছিল অশোভন। যে কারণে তদন্তের সময় তার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন সহকর্মীরা। হিন্দুস্তান টাইমস অবশ্য বলছে, সাহনি বিপদে পড়ে যান আইসিসির চেয়ারম্যান নির্বাচনের সময় থেকেই। এই পদের জন্য ইমরান খাজার হয়েই প্রচারণা চালিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইমরান খাজা আবার সাবেক চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খাজা অবশ্য হেরে যান গ্রেগ বার্কলের কাছে। যিনি আবার তিন মোড়ল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের প্রতিনিধি!