গুগল, ফেইসবুক, টু্‌ইটারের বিরুদ্ধে মামলা রাশিয়ার

0

লোকসমাজ ডেস্ক॥রাশিয়ার কর্তৃপক্ষ দেশটির সরকারবিরোধী রাজনীতিক অ্যালেক্সি নাভালনির সমর্থনে হওয়া বিক্ষোভে শিশুদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে দেওয়া পোস্ট সরিয়ে না ফেলায় ৫টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করেছে।মঙ্গলবার মস্কোর এক আদালতের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।কর্তৃপক্ষ টুইটার, গুগল ও ফেইসবুক প্রত্যেকটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে তিনটি করে মামলা করেছে; মামলা হয়েছে টিকটক ও টেলিগ্রামের বিরুদ্ধেও।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক নাভালনিকে গত মাসে কারাদণ্ড দেওয়ার পর এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের পর কর্তৃপক্ষ এ মামলাগুলো করে।
অর্থ আত্মসাতের মামলায় জামিনের শর্ত লংঘনের দায়ে নাভালনিকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়; যাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ সাজা বলে অ্যাখ্যায়িত করেছেন নাভালনি ও তার সমর্থকরা।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গুগল। ফেইসবুক, টুইটার, টিকটক ও টেলিগ্রামের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২ এপ্রিল গুগল, ফেইসবুক ও টুইটারের মামলাগুলোর শুনানি হবে, জানিয়েছে ইন্টারফ্যাক্স।