একইদিনে দুই ডোজ ভ্যাকসিন, হাসপাতালে ভর্তি

0

লোকসমাজ ডেস্ক॥ দুর্ঘটনাবশত একইদিনে কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ দেয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইওর এক বাসিন্দাকে। ভিক্টর স্মিথ নামের ওই ব্যাক্তি গত ২২ জানুয়ারি প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। তার দ্বিতীয় ডোজ দেয়ার তারিখ ছিল ২৫শে ফেব্রুয়ারি। তবে প্রথম ডোজ দেয়ার পরই অসুস্থ হয়ে পরেন স্মিথ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে কয়েকদিন পর একটি রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা হয় ভিক্টরকে। ২৫ ফেব্রুয়ারি ভিক্টরকে সেখানকার কর্মকর্তারা ভ্যাকসিন কেন্দ্রে পাঠায়। সেখানে দুর্ঘটনাবসত তাকে মাত্র ৪ ঘন্টা ব্যবধানে দুই ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়।
কীভাবে এই ঘটনা ঘটলো তা জানতে যোগাযোগ করা হয় ভিক্টরের মেয়ে ডন স্মিথের সঙ্গে। তিনি জানান, তার বাবা ২৫ ফেব্রুয়ারি ভ্যাকসিন নিয়ে রিহ্যাবে ফিরে আসেন। কিন্তু বিকেল তিনটার দিকে একজন এসে সেখানকার নার্সকে জানান, ভিক্টরের আজকে ভ্যাকসিন নেয়ার তারিখ এবং তার ডোজ প্রস্তুত রয়েছে। সেখানকার নার্স এসে ভিক্টরকে আবারো ভ্যাকসিন দিতে পাঠিয়ে দেন। এখন ধারণা করা হচ্ছে, ভ্যাকসিন কেন্দ্রে যে ভিক্টরের যাওয়ার কথা ছিল সেটি ভিক্টর স্মিথ নন। অন্য কোনো ভিক্টরের সঙ্গে নার্স তাকে গুলিয়ে ফেলায় এই ভুল হয়েছে। একইদিনে দুইবার ভ্যাকসিন নেয়ার কারণে অসুস্থ হয়ে পরেন ভিক্টর। তাকে ভর্তি করা হয় হামিল্টন হাসপাতালে। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। তার মেয়ে জানিয়েছেন, আমি চাই না অন্য কারো সাথে এমনটা হোক।