যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭মার্চ পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, ৭ই মার্চের ভাষণ প্রচার আবৃত্তি প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। গতকাল রোববার সন্ধ্যায় টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর-৩ আসনের এসপি কাজী নাবিল আহমেদ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, ন্যাপের কেন্দ্রীয় নেতা অ্যাড. এনামুল হক, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুকুমার দাস প্রমুখ। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সকালে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে মহান স্বাধীনতার স্থপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিদেন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর জাহান ইসলাম নীরা প্রমুখ। পাশাপাশি যশোর সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, হামিদপুর আলহেরা কলেজ, তালবাড়ীয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয়।
এদিকে, শিশু একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শিশুদের আলোচনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শহরের বিভিন্ন স্থানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার এবং বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাল্যচিত্র প্রদর্শন করা হয়।