৫০ লাখ ছাড়াল নিবন্ধনকারী, টিকাগ্রহণ প্রায় ৩৮ লাখ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনার টিকা নিতে আগ্রহী নিবন্ধনকারীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ইতোমধ্যে টিকা নিয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ। রাজধানীসহ সারাদেশে রোববার (৭ মার্চ) পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী এই টিকা গ্রহণে ইচ্ছুক এমন নিবন্ধনকারীর সর্বমোট সংখ্যা ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন। আর টিকা গ্রহণকারীর সংখ্যা ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন ও নারী ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৮৪৮ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৭ হাজার ২০০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন ও নারী ৪১ হাজার ৭৭০ জন। এ সময়ে এইএফআই রিপোর্ট করেছেন ২৩ জন। রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, মোট টিকাগ্রহণকারী ৩৭ লাখ হাজার ৩৫২ জনের মধ্যে- ঢাকায় ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহে এক লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রামে আট লাখ চার হাজার ৫০৪ জন, রাজশাহীতে চার লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুরে তিন লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনায় চার লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশালে এক লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ১৯ হাজার ৫৪১ জন টিকা নেন। গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ২৫০ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৪৫ জন, রংপুর বিভাগে নয় হাজার ৫৯০ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৬৯ জন, বরিশাল বিভাগে তিন হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে চার হাজার ৩৬৪ জন টিকা নিয়েছেন।