শেষ রাতের মারে ‘ওস্তাদ’ বায়ার্নের রোমাঞ্চকর জয়

0

লোকসমাজ ডেস্ক॥ কথায় বলে, ‘ওস্তাদের মার শেষ রাতে’- এই কথাটিই যেন নতুন করে প্রমাণ দিল জার্মান চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখ। নিজেদের ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও, ম্যাচ শেষ হওয়ার তিন মিনিটের মধ্যে দুই গোল করে ফলাফল রেখেছে পক্ষে। বুন্দেসলিগার ম্যাচে বায়ার্নের মাঠে খেলতে গিয়ে মাত্র দশ মিনিটের মধ্যেই জোড়া গোল করে ফেলেছিল বরুশিয়া। তবে প্রথমার্ধেই সমতা ফেরায় বায়ার্ন। আর ম্যাচের একদম শেষভাগে গিয়ে তারা আরও দুই গোল করে ম্যাচ জিতেছে ৪-২ গোলের ব্যবধানে। রোমাঞ্চকর এই ম্যাচে বরুশিয়ার হয়ে জোড়া গোল করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ ফুটবলার আর্লিং হালান্ড। বায়ার্নের পক্ষে হ্যাটট্রিক করেছেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। অন্য গোলটি এসেছে লিওন গোরেৎজকার মাধ্যমে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে প্রথম গোলটি করেন হালান্ড। ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটে দলকে এগিয়ে নেন এ ২০ বছর বয়সী নরওয়েজিয়ান। নবম মিনিটে আবারও সুযোগ পেয়ে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান তিনি। দশ মিনিট হওয়ার আগেই দুই গোলে পিছিয়ে যায় বায়ার্ন। বুন্দেসলিগায় বায়ার্নের ইতিহাসে মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯৭৭ সালের লিগে ডুইসবার্গের বিপক্ষে দশ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা। সেদিন ম্যাচটি শেষ হয় ২-২ গোলে। তবে শনিবার রাতে ড্র’ও পায়নি বরুশিয়া। ম্যাচের ২৬ মিনিটের সময় ব্যবধান কমান লেওয়ানডস্কি। পরে বিরতির ঠিক আগ দিয়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এ পোলিশ ফরোয়ার্ড। ডি-বক্সের মধ্যে কিংসলে কোম্যান ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধে ফিরে লিড নেয়ার গোলটি করতে পারছিল না বায়ার্ন। ম্যাচের যখন প্রায় শেষদিকে তখনই যেন ওস্তাদের ন্যায় জ্বলে ওঠে তারা। প্রথমে ৮৮ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে দেন গোরেৎজকা। আর ৯০ মিনিটের সময় নিজের হ্যাটট্রিক ও দলের হালি পূরণ করেন লেওয়ানডস্কি। বুন্দেসলিগায় লেওয়ানডস্কির এটি ১২তম হ্যাটট্রিক। এই টুর্নামেন্টের ইতিহাসে তার চেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে শুধুমাত্র কিংবদন্তি জার্ড মুলারের। এছাড়া চলতি লিগে লেওয়ানডস্কির গোলসংখ্যা বেড়ে হয়েছে ৩১। বরুশিয়াকে হারানোর পর এখন ২৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আরবি লাইপজিগ। অন্যদিকে বরুশিয়ার অবস্থান তথৈবচ। তারা ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে ছয় নম্বরে।