মেসির নৈপুণ্যে শীর্ষস্থানের আরও কাছে বার্সেলোনা

0

লোকসমাজ ডেস্ক॥ বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান আগেই বলেছিলেন, অন্যদের ফলাফল যাই হোক না কেন, সবার আগে নিজেদের ম্যাচ জিতে রাখতে হবে। কোচের কথার মান রাখলেন অধিনায়ক লিওনেল মেসি। নিজে গোল না পেলেও, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুইটি। এতেই মিলেছে সহজ জয়। শনিবার রাতে ওসাসুনার মাঠে খেলতে গিয়ে ২-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে বার্সেলোনা। এখন শীর্ষস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান নেমে এসেছে দুইয়ে। তবে ম্যাচ দুইটি কম খেলেছে অ্যাটলেটিকো। যে কারণে এখনও বেশ নির্ভারই বলা চলে তাদের। অবশ্য রোববার রাতে অ্যাটলেটিকোর সামনে রয়েছে কঠিন ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। এই ম্যাচে অ্যাটলেটিকো হেরে গেলে বড় লাভ হবে বার্সেলোনার। তখন শীর্ষস্থানের আরও কাছেই থাকতে পারবে তারা। পরদিনই মাদ্রিদ ডার্বি, তাই শনিবারের ম্যাচটি জিতে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছে বার্সেলোনা। দলের জয়ে গোল দুইটি করেছেন জর্দি আলবা ও ইলাইস মরিবা। দুইটি গোলেই এসিস্ট করেছেন লিওনেল মেসি। এছাড়া গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন মার্ক টের স্টেগান। ওসাসুনার মাঠে প্রথম গোল পেতে আধঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় মেসির নিখুঁত ক্রসে জালের খুব কাছে পেয়ে যান জর্দি আলবা। সেখান থেকে বুলেট শটে প্রতিপক্ষ গোলরক্ষককে কোনো সুযোগই দেননি স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। অবশ্য এর আগেই বার্সেলোনার রক্ষণের কঠিন পরীক্ষা নেয় স্বাগতিকরা। সুনিপুণ দক্ষতায় ওসাসুনার আক্রমণ প্রতিহত করেন টের স্টেগান। ম্যাচের ১৯ মিনিটের মাথায় মেসিকে ফাউল করে লাল কার্ড দেখেন গোলরক্ষক সার্জিও হেরেরা। তবে সেই আক্রমণের শুরুতে বার্সেলোনা অধিনায়ক অফসাইডে থাকায় সিদ্ধান্ত পাল্টান রেফারি। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র তিন মিনিটের মাথায় জোরাল শট নেন মেসি। তবে সেটি ফিরিয়ে দেন হেরেরা, গোলবঞ্চিত থাকতে হয় বার্সা অধিনায়ককে। মিনিট বিশেক পর পোস্ট ঘেঁষে চলে যায় মেসির ফ্রি কিক। ফলে বাড়েনি ব্যবধান। তবে শেষপর্যন্ত আর বার্সাকে আটকে রাখতে পারেননি ওসাসুনার গোলরক্ষক। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে মেসির পাস থেকে বাম পায়ের বুলেট গতির শট নেন ইলাইস। ঝাঁপিয়ে বল ছুঁয়েছিলেন গোলরক্ষক, কিন্তু জালে যাওয়া ঠেকাতে পারেননি তিনি। বার্সেলোনার হয়ে এটিই তরুণ ইলাইসের প্রথম গোল। এ দুই গোলের জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা। ২৬ ম্যাচ শেষে ১৭ জয় ও ৫ ড্রয়ে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট।