যশোরে বিপি স্টোরের স্বত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিপি স্টোরের স্বত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে। শহরতলীর শেখহাটি আদর্শপাড়ার মৃত নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে ও বিপি স্টোরের অবসরপ্রাপ্ত কর্মচারী ওবায়দুর রহমান বাদী হয়ে এ মামলা করেছন। ওই স্টোরে কর্মরত থাকার সময়ে তার নামে জমা হওয়া ২ লাখ ২শ টাকা সাজ্জাদ হেসেন না দেয়ায় ওবায়দুর এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ওবায়দুর রহমান ২০০৫ সালের ১ মার্চ শহরের বিপি স্টোরের বিক্রয় প্রতিনিধি হিসেবে যোগদান করেন। নিয়োগ পত্রের শর্ত অনুযায়ী মালিক সাজ্জাদ হোসেন বেতন থেকে মাসিক ১ হাজার ৩ শ টাকা কর্তন করে ওবায়দুর রহমানের সঞ্চয় হিসেবে জমা রাখতেন। ওবায়দুর রহমান ২০১৭ সালের ৩০ ডিসেম্বর বিপি স্টোরের বিক্রয় প্রতিনিধি পদ থেকে অব্যাহতি নেন। এ সময় ওই স্টোরের সঞ্চয়ী হিসাবে তার জমা হয় ২ লাখ ২শ টাকা। সঞ্চয়ের টাকা ফেরত চাইলে মালিক সাজ্জাদ হোসেন আজ না কাল বলে নানা অজুহাতে ঘোরাতে থাকেন। এ ভাবে তিন বছর পার হয়ে যায়। গত ৫ জানুয়ারি সঞ্চয়ের টাকা ফেরত চেয়ে উকিল নোটিশ দেয়া হলেও তিনি যোগাযোগ করেননি। পরে ৫ ফেব্রুয়ারি সাজ্জাদ হোসেনের লোন অফিস পাড়ার বাড়িতে যেয়ে পাওনা টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওবায়দুর রহমান আদালতে এ মামলা করেছেন।