অনিয়ম : চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয় নির্মাণ কাজ বন্ধ

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা॥ অনিয়ম ধরা পড়ায় চুয়াডাঙ্গা পরিবার-পরিকল্পনা উপ-পরিচালকের নতুন কার্যালয় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। চুক্তি অনুযায়ী ১ বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি। ৪ কোটি ৬০ লাখ টাকার কাজে অনিয়ম করলেও ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিলের ১ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক ভারপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী গণেশ চন্দ্র সিংহ (বর্তমানে নড়াইল জেলায় কর্মরত) বলেন, ২০১৮-২০১৯ অর্থ বছরে ৪ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা পরিবার-পরিকল্পনা উপ-পরিচালকের নতুন কার্যালয় নির্মাণ কাজের অনুমোদন পাওয়া যায়। এরপর মাটি ভরাট ও চারদিকে প্রাচীর নির্মাণ করা হয়। ২০১৮ সালের ৮ মার্চ সিরাজগঞ্জ জেলার মেসার্স পিয়াস কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেয়া হয়। সেই মোতাবেক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করে। চুয়াডাঙ্গার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী মাহমুদ আলম জানান, চারতলা ভবনের দ্বিতীয়তলা ছাদ ঢালাইয়ের পর গোপনে অভিযোগ পেয়ে ঢাকা ও খুলনা থেকে তদন্ত দল এসে নিশ্চিত করে যে, এই ঢালাই কাজে পাথরের বদলে ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। পাথর আর ইটের খোয়ার দামের পার্থক্য ১২৬ টাকা। এছাড়াও ওই কাজে আরও অসংগতির প্রমাণ পায় তদন্ত দল। এরপর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। চুয়াডাঙ্গা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদ্য যোগদান করা সহকারী প্রকৌশলী হাসান আল মামুন জানান, সম্প্রতি একটি দল এসেছিলো অর্ধনির্মিত ভবন পরিদর্শন করতে। তাতে বোঝা গেছে খুব তাড়াতাড়ি ভবন নির্মাণ কাজ শুরু হবে। কুষ্টিয়া স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জলিলুর রহমান বলেন, এই কাজ শুরু হওয়ার বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি। কোন দিন থেকে নির্মাণ কাজ শুরু হবে তা প্রধান দপ্তর থেকে লিখিতভাবে জানায়নি। সে কারণে কাজ শুরু এখনো অনিশ্চিত। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ১ কোটি ১৫ লাখ টাকার বিল পরিশোধ করা হয়েছে। এটার ২৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।