যুবদল নেতা শিমুলের মাতার ইন্তিকাল # অনিন্দ্য ইসলাম অমিতের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা যুবদল নেতা কামরুল হাসান শিমুলের মা জরিনা বেগম ইন্তিকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। গতকাল শনিবার সকাল ১১টায় শেখহাটি নদীর পাড়ে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেখহাটি দক্ষিণপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, জরিনা বেগমের মৃত্যুর সংবাদ শুনে তার বাসভবনে যান বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি মরহুমার শোকাহত স্বজনদের সান্ত¡না দেন। এছাড়া তার বাসভবনে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী।
এদিকে জরিনা বেগমের জানাজায় অংশ নেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবলু, চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ইরান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সহ-সভাপতি আমিনুর রহমান মধু, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এক শোকবার্তায় তিনি মরহুমা জরিনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।