বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচনে সনি সভাপতি, আজিম সম্পাদক

0

শার্শা(যশোর) সংবাদদাতা॥ যশোরের বেনাপোল স্থল বন্দরের ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচনে আতিকুজ্জামান সনি সভাপতি ও গাজী মো. আজিম উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সনি-রিপন পরিষদে সভাপতিসহ ৮ জন ও রবি-আজিম পরিষদে সাধারণ সম্পাদকসহ ৩ জন নির্বাচিত হয়েছেন। ৬ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির নিজস্ব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫২৭জন। এর মধ্যে ৪৯১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২টি প্যানেলে মোট ১১জন করে ২২জন এবং স্বতন্ত্র হিসেবে অর্থ সম্পাদক পদে আরও ১জন মোট ২৩ জন অংশ নেন। ভোটে সনি-রিপন পরিষদে সভাপতি হিসেবে আতিকুজ্জামান সনি ২৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবি-আজিম পরিসদের রবিউল ইসলাম রবি পেয়েছেন ২০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে রবি-আজিম পরিষদের আজিম উদ্দিন পেয়েছেন ২৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সনি-রিপন পরিষদে মো. নুরুজ্জামান রিপন পেয়েছেন ২২৩ ভোট। অন্যান্য নির্বাচিতরা হলেন সনি-রিপন পরিষদে সহ-সভাপতি মশিয়ার রহমান ২৪৪ ভোট, সহসভাপতি পদে ইদ্রিস আলী ২৫৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম ২৬১ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সাজেদুর রহমান সুমন ৩০০ভোট, পরিবহন ও বন্দর বিষয়ক পদে বিপ্লব রহমান বিপ্লব ৩২২ ভোট, দপ্তর সম্পাদক পদে জহিরুল ইসলাম রিপন ২৬৫ভোট, কার্যকরী সদস্য পদে রাজু আহম্মেদ ২৬৪ ভোট পেয়েছেন। অপর দিকে রবি-আজিম পরিষদে অর্থ সম্পাদক পদে মুছা করিম ২৪০ ভোট ও কার্যকরী সদস্য পদে আহসান হাবিব ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার দিলীপ কুমার চক্রবর্ত্তী বলেন, নির্বাচনে পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সময়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।