ফাইনালের আগেই নিউজিল্যান্ডকে ‘হারিয়ে দিল’ ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টটি ইনিংস ব্যবধানে জিতে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারত। এই জয়ের সঙ্গে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে বিরাট কোহলির দল। আগামী ১৮ জুন ‘ক্রিকেটের মক্কা’খ্যাত লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত আর নিউজিল্যান্ড। সেই লড়াইয়ে জয়ী দলের হাতেই উঠবে টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট। তবে ফাইনালে নামার আগেই একটি লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ভারত। ঘরের মাঠে টানা ১৩তম সিরিজ জিতে তারা পেয়ে গেছে মূল্যবান বেশ কয়েকটি রেটিং পয়েন্ট। তাতে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর জায়গাটি দখলে নিয়েছে ভারত। দুইয়ে নামিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ভারতের পয়েন্ট এখন ১২২, নিউজিল্যান্ডের ১১৮। ঘরের মাঠে চার ম্যাচের সিরিজটি মোটেই সহজ ছিল না ভারতের জন্য। প্রথম টেস্টে বরং ইংল্যান্ডের কাছে ২২৭ রানের বড় ব্যবধানে হেরে চোখে অন্ধকার দেখছিল কোহলির দল। তবে সেই ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারায় ৩১৭ রানে। আহমেদাবাদের মোতেরায় তৃতীয়টিতে তো দুইদিনেই ১০ উইকেটের জয় তুলে নেয় কোহলির দল। চতুর্থ ও শেষ টেস্টে তারা জিতেছে ইনিংস এবং ২৫ রানে। ভারতের কাছে টানা তিন টেস্ট হারের পর টেস্ট র্যাংকিংয়েও এক ধাপ পিছিয়ে গেছে ইংল্যান্ড। ১০৫ পয়েন্ট নিয়ে তারা এখন চার নম্বরে। ১১৩ পয়েন্ট নিয়ে তিনে চলে এসেছে অস্ট্রেলিয়া। পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তান বেশ পেছনে। ৯০ রেটিং পয়েন্ট তাদের। ৮৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা ছয়, ৮৩ পয়েন্টে শ্রীলঙ্কা সাত এবং ৮০ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৫১ পয়েন্ট নিয়ে আগের মতোই নয় নম্বরে বাংলাদেশ।