মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেফতার

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার পাটকেলঘাটায় ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎবাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে তালা উপজেলার পাটকেলাঘাটা থানাধীন জুসখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ওই বাবাকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামের তবারক সরদারের ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আবার বিয়ে করেন তিনি। পরে যাকে বিয়ে করে নিয়ে আসেন তার দুটি কন্যাসন্তান রয়েছে। এক কন্যা পাবনায় কাজ করে। অন্যজন ১২ বছর বয়সী ছোট মেয়ে, ঢাকায় কাজ করে। সম্প্রতি বাড়িতে আসে সে। মেয়েটির সৎবাবা তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে। ওসি বলেন, ‘গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রফিকুল। পরে মেয়ে ঘটনাটি মাকে জানালে তিনি বাদী হয়ে থানায় রফিকুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় ভোরে রফিকুলকে গ্রেফতার করা হয়েছে।’