শার্শায় অস্ত্র মামলায় ৩ ছিনতাইকারীর রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শায় অস্ত্র মামলায় ৩ ছিনতাইকারীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার এ সংক্রান্ত পুলিশের করা আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলো। আসামিরা হচ্ছে, শার্শা উপজেলার সাদীপুর গ্রামের আহসান মোড়লের ছেলে সুজন হোসেন, আবু তৈয়ব মোড়লের ছেলে আনোয়ার হোসেন ও ভবেরবেড় গ্রামের নুরু মোড়লের ছেলে নোমান হোসেন। পুলিশ জানায়, শার্শায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী শিমুল হোসেনের কাছ থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের সাথে জড়িত উল্লিখিত ৩ জনকে গত ২৫ ফেব্রুয়ারি রাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটকের ঘটনায় পরে ডিবি পুলিশের এসআই শামীম হোসেন তাদের শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। এই মামলায় আদালতে তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বুধবার শুনানি শেষে আদালতের বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।