কেশবপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই কাউন্সিলর প্রার্থীর ৫ সমর্থক আহত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’কাউন্সিলর প্রার্থীর ৫ সমর্থক আহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে কেশবপুর উপজেলা সদরের কলেজপাড়া ও আলতাপোল এলাকায় এ ঘটনা ঘটে। সহিংসতায় জড়িয়ে পড়া ওই দুই প্রার্থী হলেন, ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আফজাল হোসেন বাবু ও পরাজিত কাউন্সিলর প্রার্থী কুতুব উদ্দিন বিশ্বাস। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই দুই কাউন্সিলরের সমর্থকরা সহিংসতায় জড়িয়ে পড়েন। এ সময় কুতুব উদ্দিনের বসতঘরে ভাঙচুরসহ মালামাল তছনছ করা হয়। এছাড়া কুতুব উদ্দিনের স্ত্রী তহমিনা খাতুনকে (৪০) মারপিটে আহত করা হয়। অপরদিকে কলেজপাড়ার মনিরুজ্জামান বিশ্বাসের ছেলে মাসুম পারভেজ সোহেলের (২২) ওপর হামলা চালিয়ে তাকে আহত করা হয়। এ খবর উপজেলা সদরে ছড়িয়ে পড়লে দু’পরে সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নাজির বিশ্বাসের ছেলে কাউন্সিলর আফজাল হোসেন বাবু (৪০), আব্দুর রউফ দফাদারের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০) ও ইব্রাহিম বিশ্বাসের ছেলে ফয়সাল বিশ্বাস (১৭) আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংশা করা হয়েছে।