রামপালে রেজাউল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপাল উপজেলায় প্রতিপরে হামলায় নিহত রেজাউল শেখ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেস কাব মিলনায়তনে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, নিহত রেজাউল শেখের স্ত্রী স্বপ্না বেগম। নিহত রেজাউল শেখের স্ত্রী স্বপ্না বেগম সংবাদ সম্মেলনে বলেন, ২১ ফেব্র“য়ারি দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন, মনিরুল ইসলামসহ কয়েকজন তার স্বামীকে ঘর থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্র“য়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বামী মারা যান। পরবর্তীতে ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, মনিরুল ইসলামসহ ৮ জনের নাম উলেখ করে রামপাল থানায় স্বপ্না বেগম হত্যা মামলা দায়ের করেন।
এজাহার নামীয় ৮ আসামির মধ্যে মাত্র একজনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন প্রতিনিয়ত তাদের হুমকি দিয়ে যাচ্ছে। মামলা তুলে না নিলে তার ছেলে ও মেয়েকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হাই বলেন, মারধরের ঘটনার দিন তিনি ছিলেন। ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ও তার লোকেরা মারধর করেছে। আমি মামলার সাী। কিন্তু ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন প্রভাবশালী হওয়ায় বাদী ও সাীদের নানারকম হুমকি-ধামকি দিচ্ছে। তিনি আরও বলেন,একজন হত্যা মামলার আসামি প্রকাশ্য বাদী ও সাীকে হুমকি দিচ্ছে এটা খুবই হতাশাব্যঞ্জক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত রেজাইল শেখের ছেলে রানা শেখ, মেয়ে নাছরিন আক্তার। রামপাল থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন বলেন, হত্যা মামলার এজাহারে থাকা মনিরুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।