জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা মার্চ মাসের মধ্যে নেয়ার দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পরীক্ষা মার্চ মাসের মধ্যে নেয়ার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রমৈত্রী। গতকাল বুধবার প্রেসকাব যশোরে সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এমনিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপর করোনা ভাইরাসের কারণে এক বছর ঘরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ভাইরাসের কারণে প্রথম দিকে সবকিছু বন্ধ না থাকলেও পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান বাদে সবকিছু খুলে দেয়া হয়। সাম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা শুরু হয়। সেখানে অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক এবং মাস্টার্সের তিন থেকে চারটি বিষয়ের পরীক্ষা বাদ থাকতে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের স্বার্থে মার্চ মাসের মধ্যে তাদের সকল পরীক্ষা সম্পন্ন করার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির যশোর শহর কমিটির সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস, জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য আরিফুজ্জামান, জেলা সভাপতি শ্যামল শর্মা, সাধারণ সম্পাদক অরূপ মিত্র প্রমুখ।