যশোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও ১১ জন আহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী সুজন হোসেন (২৮) যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের কুদ্দুস জমাদ্দারের পুত্র। প্রত্যক্ষদর্শী বাউলিয়া গ্রামের জসিম উদ্দিন জানিয়েছেন, গতকাল সকাল ৯টার দিকে সুজন মোটরসাইকেলযোগে যশোর শহরে আসছিলেন। এ সময় শহর থেকে একটি থ্রি-হুইলার ছাতিয়ানতলা বাজারে যাচ্ছিল। যশোর-নড়াইল সড়কের হামিদপুর ও বাউলিয়ার মাঝে মোটরসাইকেল ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুজন হোসেন ও থ্রি-হুইলার চালক নূর ইসলাম (৩০) গুরুতর আহত হন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুজন হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত নূর ইসলামকে হাসপাতালে ভর্তি করেন। নূর ইসলামের বাড়ি বাউলিয়া গ্রামে।
অপরদিকে, সকাল ১০টায় যশোর শহরের পালবাড়ী মোড়ে ট্রাকের ধাক্কায় নছিমনের ৪ যাত্রী আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, ইদ্রিস আলী (৪২), ইমন (১৮), মাজহার আলী (১৩), আব্দুল জলিল (৭৫)। তাদের বাড়ি যশোর সদর উপজেলায়। আহতদের সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নসিমনযোগে ৪ জন যশোর শহরে আসছিলেন। পালবাড়ি মোড়ে পৌছুলে একটি ট্রাক বিপরীত দিক থেকে নসিমনটিকে ধাক্কা দিলে তারা আহত হন। আহতদের ভেতর ইদ্রিস আলীর অবস্থা গুরুতর। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার বাড়ি সদর উপজেলার দৌলতদিহী গ্রামে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় শওকত আলী (৫০), লিয়াকত আলী (৩৪), তুষার (৪৫), সাইদুর রহমান (৫০), শরীফ (৩০) ও মোঃ সেলিম (৫৫) নামে ৬ জন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।