আয়া ঝাড়ুদার কর্তৃক নবজাতক হত্যার ঘটনায় তদন্ত : ১০ জনের সাক্ষ্য প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের লেবার ওয়ার্ডে বে-সরকারি আয়া ও ঝাড়–দার কর্তৃক নবজাতক হত্যার ঘটনায় তদন্ত হয়েছে। গতকাল এ তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্ত টিমের প্রধান হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রহিম মোড়লের নেতৃত্ব ৪ সদস্যের টিম এ তদন্ত করেন। তদন্ত টিমের কাছে ২ জন চিকিৎসক ও সেবিকা, কর্মচারীসহ মোট ১০ জন সাক্ষ্য প্রদান করেছেন। তদন্ত টিমের সদস্য যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ মোঃ রবিউল ইসলাম জানিয়েছেন, আজ বৃহস্পতিবার তদন্ত রিপোর্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক কাছে জমা দিতে হবে। তবে, কে দায়িত্ব পালনে, কোন চিকিৎকের অবহেলা ছিল কি না, সে সম্পর্কে কিছু জানতে তিনি অস্বীকৃতি জানান।
গত শুক্রবার রাতে আন্নারা খাতুন নামে এক প্রসূতিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার জরায়ু থেকে নবজাতকের মাথা বের না হয়ে পাসহ শরীরের অর্ধেক অংশ বের হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক সময়মতো কার্যকর কোন ব্যবস্থা নেয় না। এ অবস্থায় চিকিৎসক সেজে বিনা বেতনে নিযুক্ত আয়া মোমেনা ও ঝাড়–দার হেনা। নবজাতকের পা ধরে জোরে টানাটানি শুরু করেন। এক পর্যায়ে নবজাতকের মাথা জরায়ুর ভেতর আটকে যায় এবং শরীরের অংশ ছিঁড়ে বাইরে চলে আসে। এনিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ১ মার্চ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায় ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেন এবং ৪ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেন।