আরামিট সিমেন্টের দর বাড়ার কারণ নেই

0

লোকসমাজ ডেস্ক॥পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্টের শেয়ারের দর টানা বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ‘জেড’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত আরামিট সিমেন্টের শেয়ার দর টানা বাড়তে থাকায় বিষয়টি অস্বাভাবিক মনে করে ডিএসই। এর পেছনে কোনো কারণ আছে কি না তা জানতে কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ৪৮ অনুযায়ী নোটিশ পাঠায় ডিএসই। একই সঙ্গে জরুরি ভিত্তিতে নোটিশের জবাব দিতে বলা হয়।
সেই পরিপেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে নোটিশের জবাবে বুধবার জানানো হয়েছে যে, দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ অকারণেই কোম্পানির শেয়ার দর বাড়ছে।
পর্যালোচনায় দেখা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার ২০ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে। এরপর টানা বেড়ে কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২৬ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। যদিও এরপর একদিন সামান্য দরপতন হয়েছে কোম্পানিটির। সর্বশেষ কোম্পানির শেয়ার ২৬ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে। এ কারণে ডিএসই কোম্পানিকে নোটিশ পাঠায়।
পুঁজিবাজারে ১৯৯৮ সালে তালিকাভুক্ত হয়েছে আরামিট সিমেন্ট। কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।