সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে : মোশাররফ

0

লোকসমাজ ডেস্ক॥ ‘সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে’ এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। আমরা সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্দেশ্যে জনগণের কাছে, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই। সে জন্য আমরা ২ মার্চ পালন করছি। ইতোমধ্যে কোনো দল সেটা করেনি।’ মঙ্গলবার (২ মার্চ) বিকেলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির স্বাধীনতা সুর্বণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এই আলোচনার সভার আয়োজন করা হয়। আলোচনা সভার আগে মিলনায়তনের সামনে বিএনপি মহাসচিবকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব।
মোশাররফ বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারাও কিন্তু এই দিবসটি স্মরণ করতে চায় না। কেন চায় না? কারণ গত একদশক ধরে তারা বিকৃত ইতিহাস তুলে ধরছে। কেননা যারা গায়ের জোরে ক্ষমতায় আছে, তারা স্বৈরাচার-ফ্যাসিস্ট ছিল এবং নতুন পদবি অর্জন করেছে আন্তর্জাতিকভাবে মাফিয়াতন্ত্র।’ তিনি বলেন, ‘এই যে তারা মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে তারা এই দেশের মানুষকে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে চায় না। যদি প্রকৃত ইতিহাস দেয়া হয় তাহলে আওয়ামী লীগের অবস্থান অনেক পেছনে পড়ে যায়।’ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ে গঠিত বিএনপির জাতীয় কমিটির সদস্য সচিব দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সঞ্চালনায় সভায় মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, এসএম ফজলুল হক, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নুরু বক্তব্য রাখেন।