দাবি একটাই, সরকারকে চলে যেতে হবে : মান্না

0

লোকসমাজ ডেস্ক॥ ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দাবি একটাই। এই সরকারকে চলে যেতে হবে।’ মঙ্গলবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপনে গঠিত বিএনপি’র জাতীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এ আলোচনা সভা করা হয়। আলোচনা সভার আগে মিলনায়তনের সামনে বিএনপি মহাসচিবকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব।
মান্না বলেন, ‘ছাত্রদল সেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে যেভাবে প্রতিরোধ করেছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, এই প্রতিরোধের দেয়াল আরো শক্ত করতে হবে। নিজেরা নিজেদের মনে সিদ্ধান্ত নেন, সব লড়াইকে একসঙ্গে নিয়ে সবাইকে রাস্তায় নেমে পড়তে হবে।’ তিনি বলেন, ‘সবাই মিলে আমরা একটা সময় ঠিক করব। সবাইকে বলি, চলুন সবাই মিলে একসঙ্গে বাঁচার জন্য লড়াই করি। আমাদের দাবি একটাই, এই অবৈধ সরকারকে চলে যেতে হবে। একবার যদি পথে নামি, আর পথ থেকে আসবো না, যতক্ষণ পর্যন্ত তারা চলে না যায়। আজকের দিনে এটাই হোক আমাদের শপথ।’ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত বিএনপি’র জাতীয় কমিটির সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, এসএম ফজলুল হক, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।