চলতি বছরে বাড়বে রুপার উত্তোলন

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি বছরে বিশ্বব্যাপী বাড়তে পারে রুপার উত্তোলন। ধারণা অনুযায়ী, ২০২১ সালে ধাতুটির মোট উত্তোলন ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১৮.৩ মিলিয়ন আউন্স স্পর্শ করবে। ২০২৪ সাল নাগাদ তা ১ বিলিয়ন আউন্সে পৌঁছবে। খবর মাইনিং ডট কম।
বছরের মোট উত্তোলনের অধিকাংশই হবে মেক্সিকো, পেরু ও চীনের খনিগুলোতে। পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে দেশ তিনটির মোট উত্তোলন বেড়ে দাঁড়াবে ৩৯৩.৯ মিলিয়ন আউন্সে। যা ২০২৪ সাল নাগাদ ৪৪৩ মিলিয়ন আউন্সে পৌঁছবে।
চলতি বছরের পূর্বাভাস গত বছরের পূর্বাভাসকে নাকচ করে দেয়। গত বছরের আভাস অনুযায়ী বিশ্বব্যাপী রুপার উত্তোলন ২.৪ শতাংশ কমে ৮৪৯.৭ মিলিয়ন আউন্সে দাঁড়াবে বলা হয়েছিল। বিশেষ করে কভিড-১৯-এর কারণে রুপা উত্তোলনে উল্লেখযোগ্য দেশগুলোতে।