স্থগিত পরীক্ষা চালুর দাবিতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

ইবি সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চলমান ও আসন্ন স্থগিত পরীাসমূহ চালুর দাবিতে আন্দোলন করেছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে মানবন্ধন দিয়ে তাদের কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ সহকারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে ঘন্টাখানেক অবস্থানের পর দুপুর ১টার দিকে সহকারী প্রক্টর বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা নিয়ে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা শুরু করেছে। আমরা গত ২ মাস যাবৎ ক্যাম্পাস পাশ্ববর্তী মেসগুলোতে মানবেতর জীবনযাপন করছি পরীক্ষা দেওয়ার জন্য। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে পরীক্ষা স্থগিত করে দিলো। অতিদ্রুত চলমান পরীক্ষাসমূহ নেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’ এ বিষয়ে স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহেদ আহমেদ বলেন, ভিসি স্যার ঢাকায় থাকায় আমরা স্মারকলিপিটি গ্রহণ করেছি। বিষয়টি স্যারকে জানানো হয়েছে। উল্লেখ্য, শিা মন্ত্রনালয়ের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে চলমান ও আসন্ন সব স্থগিত করে।