ফুলতলায় ৪ হাজার নারী পুরুষের কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ

0

ফুলতলা (খুলনা) অফিস॥ খুলনার ফুলতলায় কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন ৪ হাজার ৩৭জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৪শ ২৬জন এবং নারী ১হাজার ৬শ ১১জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা বলেন, ফুলতলা উপজেলায় ৬শ ৩২ ভায়াল ভ্যাকসিনের বরাদ্দ এসেছে। ভায়াল প্রতি ১০জন হিসেবে মোট ৬ হাজার ৩শ ২০জন এক ডোজ করে টিকা নিতে পারবেন।
সারাদেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ৪ হাজার ৩৭জন নারী-পুরুষ ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্র ছাড়াও জাহানাবাদ ক্যান্টমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল কেন্দ্রে কাভিড-১৯ এর ভ্যাকসিন দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টেবিল প্রতি ১শ ৫০জন হিসেবে প্রতিদিন মোট ৪শ ৫০ জনের ভ্যাকসিন গ্রহণের সুযোগ রয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী কোভিড-১৯ এর ভ্যাকসিনের প্রথম ডোজ আগামী ৫ মার্চ পর্যন্ত দেয়া হবে। ইতোমধ্যেই আগের চেয়ে অধিক হারে মানুষ এই টিকা গ্রহণ করছেন। ৮ সপ্তাহ পর প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।