আজ ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌর নির্বাচন

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ৫ম ধাপে আজ ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। রবিবার সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে । শনিবার দুপুরে উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে ইভিএম মেশিন, ট্যাব সরঞ্জাম বিতরণ করা হয়। জেলা রিটানিং কর্মকর্তা রোকুনুজ্জামান জানান, ভোট কেন্দ্রে বিজিবি, পুলিশ, আনসার, স্ট্রাকিং ফোর্স, মোবাইল কোর্ট টিম , ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। কালীগঞ্জের মহেশপুরে এবারই সর্বপ্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ তাই ভোটার নানা প্রশ্ন রয়েছে। তবুও তারা চান সুষ্ঠু ভোট হোক। মহেশপুরে এবারের পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫০। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১০২ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩৩৮ জন। ঝিনাইদহের কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী, ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন পুরুষ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৪০ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৫৬ জন এবং মহিলা ২০ হাজার ৪২১ জন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পুলিশ ও নিয়মিত বাহিনীর বাইরেও কালীগঞ্জ পৌর এলাকায় ৩ প্লাটুন ও মহেশপুরে ২ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।