চুয়াডাঙ্গায় গৃহবধূকে পিটিয়ে হত্যা স্বামী পলাতক, শাশুড়ি আটক

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে নুরজাহান খাতুন (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরই তার স্বামী পালিয়ে গেছে। শাশুড়ি নুরজাহান বেগমকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৪টার সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান খাতুনের মৃত্যু হয়। দুসন্তানের জননী ওই গৃহবধূ লোকনাথপুর গ্রামের মাঝপাড়ার জাহান আলীর স্ত্রী এবং দর্শনা পৌরসভার রামনগর গ্রামের মরহুম আজিজুল হকের মেয়ে। বিউটি খাতুন ও জামিনুর রহমান নামে তার ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে। মৃত নুরজাহান খাতুনের মা রহিমন বেগম ও ভাই সুন্নত আলী জানান, জাহান আলী ও তার মা নুরজাহান তাকে মারধর করতো। এর আগে একবার তালাক নেয়া হয়েছিলো। দুটি সন্তানের কথা ভেবে আবারও সংসার পাতিয়ে দেয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তবে জাহান আলী ছিল পাষন্ড। তারই নির্যাতনে অবশেষে নুরজাহান মারা গেলো। হাউলী ইউনিয়ন পরিষদের সদস্য রিকাত আলী বলেন, গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো নুরজাহানকে। এরপর সেখানে ভোর রাত ৪টার দিকে সে মারা যায়। মৃত গৃহবধূর সমস্ত শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। মাথায় ও চোখে নির্মমভাবে আঘাত করা হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। প্রতিবেশীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, যৌতুকের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কয়েকদফা মারপিট করে স্বামী জাহান আলী। এর পর তাকে বাড়িতে ফেলে রাখে। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় শ্বশুর বাড়ির লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে নুরজাহান খাতুন মারা যান। এ ঘটনায় নিহতের ভাই সুন্নত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।