বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, মিজানুর রহমান, বাগেরহাট প্রেস কাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দারসহ বাগেরহাটে কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।