যশোর পুলিশ লাইনের গ্যারেজ থেকে দুইটি গাড়ির তিনটি ব্যাটারি চুরি!

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশ লাইনের মোটর গ্যারেজ থেকে দুইটি গাড়ির তিনটি ব্যাটারি চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে ব্যাটারি তিনটি চুরি হয় এবং গত ২৬ ফেব্রুয়ারি থানায় মামলা হয়। পুলিশ লাইনের মোটরযান শাখার চালক কনস্টেবল (নম্বর-৪২৯) তৈয়ব আলী মামলার এজাহারে উল্লেখ করেছেন, তার নামে একটি গাড়ি (রেকার-যশোর-শ-১১-০০২৮) ইস্যু করা রয়েছে। এবং কনস্টেবল (নম্বর-১৫৬৮) আব্দুর রশিদের নামে একটি একটি গাড়ি (জীপ-খুলনার মেট্টো-ঘ-০২-০০০-৩) ইস্যু করা আছে। তিনি (তৈয়ব আলী) গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গাড়িটি পুলিশ লাইনের গ্যারেজে রেখে বাড়িতে চলে যান। পরদিন ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে কনস্টেবল আব্দুর রশিদ ডিউটি যাওয়ার জন্য গাড়ির কাছে এসে দেখেন গাড়িতে সেটিং করা ১৭ হাজার টাকা মূল্যে একটি ব্যাটারি নেই। বিষয়টি তিনি মোটরযান শাখার বকশী মোহাম্মদ সাগরকে জানান। সাগর গ্যারেজের অন্যান্য গাড়ির ব্যাটারি চেক করার সময় দেখতে পান তার (তৈয়ব আলী) নামে ইস্যুকরা গাড়িতে সেটিং করা ৪২ হাজার টাকা মূল্যের দুইটি ব্যাটারি নেই। গত ২১ ফেব্রুয়ারি গভীর রাতে কে বা কারা দুইটি গাড়ির তিনটি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। তিনি খোঁজ খবর নিয়ে ব্যাটারির সন্ধান করতে না পেরে গত ২৬ ফেব্রুয়ারি থানায় মামলা করেন।