স্কুল-কলেজ ৩০ মার্চ খুলে দেয়ার সিদ্ধান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ স্কুল-কলেজ ৩০ মার্চ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। তবে প্রাক-প্রাথমিক খোলার সিদ্ধান্ত হয়নি। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত হয়। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে সাত দফা ছুটি বাড়ানো হয়েছে। সব শেষ সিদ্ধান্ত ছিল ২৮ ফেব্রুারি পর্যন্ত বন্ধ থাকবে শিাপ্রতিষ্ঠান।