মুশতাকের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন: মানবাধিকার কমিশন

0

লোকসমাজ ডেস্ক॥ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন মনে করে অনাকাঙ্তি যেকোনো মৃত্যু সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। কারাবন্দি অবস্থায় মৃত্যুর দায় রাষ্ট্র বা তার অধীনস্থ কোনো সংস্থা কোনোভাবেই এড়াতে পারেনা। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। এতে আরও বলা হয়, সুষ্ঠু ও নিরপে তদন্তের মাধ্যমে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে কমিশনকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরা সেবা বিভাগের নিকট পত্র প্রেরণ করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর মে মাসে র‌্যাব ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাক, কার্টুনিস্ট কিশোর, রাষ্ট্রচিন্তা সংগঠনের দিদার, মিনহাজসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে। তাদের মধ্যে মিনহাজ ও দিদার গত সেপ্টেম্বরে আদালত থেকে জামিন পান। তবে, কিশোর গত নয় মাস ধরে কারাগারে আছেন এবং মুশতাক আহমেদ নয় মাস কারাবন্দি থেকে গত বৃহস্পতিবার রাতে সেখানেই মারা যান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আহ্বায়ক করা হয়েছে সুরা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুন কান্তি শিকদারকে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরা বিভাগের উপসচিব মো. মনিরুজ্জামান স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সদস্যরা হলেন গাজাীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, ময়মনসিংহের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার এবং কমিটির সদস্য সচিব করা হয়েছে সুরা সেবা বিভাগের উপসচিব আরিফ আহমদ। কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।