তামার দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছানোর পথে

0

লোকসমাজ ডেস্ক॥ সবুজ জ্বালানি উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচিতে চাহিদা বৃদ্ধিতে আগামী ১৮ মাসে তামার দাম বেড়ে প্রতি টন ১২ হাজার ডলারে দাঁড়াতে পারে, যা হবে এ ধাতুর জন্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড। খবর ব্লুমবার্গ।গত মার্চে গুরুত্বপূর্ণ এ শিল্প উপাদানটির দাম রেকর্ড সর্বনিম্নে পৌঁছার পর তার দাম বর্তমানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, যা গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে এর দাম ২০১১ সালে ওঠা প্রতি টন ১০ হাজার ১৯০ ডলারের চেয়ে ৭ শতাংশ কমে অবস্থান করছে।
কনকর্ড রিসোর্সের মতে, যদি সরকার সবুজ অবকাঠামো ও বৈদ্যুতিক যানের জন্য প্রতিশ্রুতি পূরণ করে, সে তুলনায় বর্তমান দাম খুব কম।
কনকর্ড রিসোর্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মার্ক হ্যানসেন বলেন, দাম পরিবর্তনের ব্যাপারটা নিয়ে সবার সতর্ক হওয়া উচিত। সামনের দশকগুলোয় বিপুল পরিমাণ চাহিদার পরিপ্রেক্ষিতে তামার দাম এখনো যথাযথভাবে নির্ধারণ হয়নি।
হ্যানসেনের মতে, যদি সরকার বৈদ্যুতিকায়ন নিয়ে পরিকল্পনামাফিক এগোয়, তাহলে খনিবিদ ও বিনিয়োগকারীরা যাতে তামার প্রতি আকৃষ্ট হন, সে অনুযায়ী দাম নির্ধারণ করতে হবে। তিনি আরো বলেন, যদি সম্ভাবনা সত্যি হয় তাহলে তামার দাম টনপ্রতি ১২ হাজার ডলার নির্ধারণ করতে হবে। যাতে নতুন উৎপাদনে আগ্রহ বৃদ্ধির পাশাপাশি বাজারে সামঞ্জস্য আসে। বাজারে বর্তমানে অন্যান্য ধাতুর চেয়ে অ্যালমিনিয়াম উৎপাদন লাভজনক।
হ্যানসেনের মতে, সরকার যদি সবুজায়নের ক্ষেত্রে তার পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারে তাহলে তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে অর্থনীতিতে চীন সরকারের যেকোনো দুর্বলতা তামার দামে হোঁচট খেতে বাধ্য করবে।