আগ্রহ হারানোর শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১

0

লোকসমাজ ডেস্ক॥ বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি গত সপ্তাহে দখল করেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১। বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ডিএসইতে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে মিউচ্যুয়াল ফান্ডটি। সপ্তাহজুড়ে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর দাম কমেছে ১৪ দশমিক ৪৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ১ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দাম দাঁড়িয়েছে ৭ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৯ টাকা।
এদিকে বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৮৬ লাখ ৮৪ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২১ লাখ ৭১ হাজার টাকা। এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে এই ফান্ডটির দাম কমেছে ৯ দশমিক ৪৭ শতাংশ। ৭ দশমিক ৭৯ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে আনলিমা ইয়াং ডাইং। এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আইডিএলসি ফাইন্যান্সের ৭ দশমিক ৬০ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৭ দশমিক ৫১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৬ দশমিক ৩৮ শতাংশ, বেক্সিমকোর ৬ দশমিক ১৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ দশমিক ৬৮ শতংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৫ দশমিক ৬৪ শতাংশ এবং মীর আখতার হোসেন লিমিটেডের ৫ দশমিক ৩৯ শতাংশ দাম কমেছে।