শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করবে মিডল্যান্ড ব্যাংক

0

লোকসমাজ ডেস্ক॥মিডল্যান্ড ব্যাংক লিমিটেডকে (এমডিবি) প্রাথমিক পাবলিক অফারিংয়ের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আইপিও সিকিউরিটিজ রেগুলেটর, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে এমডিবি লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডকে (এলবিআইএল) ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
এ চুক্তিতে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান ও লংকাবাংলা ইনভেস্টমেন্টসের সিইও ইফতেখার আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ আয়োজনে লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসান, সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি খালিদ মোহাম্মদ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।