রামপালে আলোচিত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের তুলশিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকের অশ্লীল ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার ঘটনায় দৈনিক লোকসমাজে সংবাদ প্রকাশিত হওয়ার পর তোলপাড় শুরু হয়। ঘটনা ধামাচাপা দিতে ওই শিক দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিদ্যালয় কর্তৃপ ওই শিককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর জন্য বলা হয়েছে বলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ সেকেন্দার আলী জানিয়েছেন।
নোটিশ সূত্রে জানা গেছে, উপজেলার উজলকুড় ইউনিয়নের তুলশিরাদবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক অমলেশ রায়ের নিজস্ব ফেসবুক আইডি থেকে তার নিজের ও অন্য এক নারীর নগ্ন ভিডিও ছবি গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা সাথে সাথে ভাইরাল হয়। এ নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিার্থী, অভিভাবক, শিক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ােভের সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকে স্থানীয় লোকজন তার অপসারণ দাবি করে আসছেন। ছাত্র-ছাত্রীদের অভিভাকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে না পাঠানোর হুমকি দিয়েছেন। তাছাড়া দৈনিক লোকসমাজসহ কয়েকটি দৈনিক পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্র্রাশিত হওয়ায় বিদ্যালয়ের ভাবমূর্তি ুন্ন হয়েছে বলে মন্তব্য করেন বিদ্যালয় কর্তৃপ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ সেকেদার আলী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক অমলেশ রায়ের নগ্ন ছবির সাথে অন্য একটি অপরিচিত নারীর নগ্ন ছবি তার নিজস্ব আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ুন্ন হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ম্যানজিং কমিটির সভা ডেকে এ বিষয়ে সন্তোষজনক জবাব দাখিলের জন্য সাত দিনের সময় বেধে দিয়ে তাকে একটি নােটিশ দিয়েছি। এ ছাড়া আমি বিষয়টি খুলনা সিটি কর্পারশনের মেয়র তালুকদার আ. খালেককে মৌখিকভাবে জানিয়েছি। যথাযথভাবে নোটিশের জবাব দিতে ব্যর্থ হলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে প্রধান শিক্ষক অমলেশ রায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর জন্য একটি কুচক্রী মহল অপতৎপরতা চালাচ্ছে। আমি নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি জিডি করেছি।