জবাবদিহিতা নিশ্চিত করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব : নারায়ণ চন্দ্র এমপি

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বিশ্বব্যাপী কোভিড-১৯ এ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন শিক্ষার্থীদেরকে মোবাইল ফোন, ফেসবুক ও মাদকাসক্ত থেকে দূরে থেকে খেলার মাঠ এবং পড়ার টেবিলেই থাকতে হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত, অ্যাকাডেমিক ভবন ও ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হবে। তিনি শনিবার ফুলতলার আব্দুল লতিফ মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত স্কুল চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ সালাম, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আওয়ামী লীগ নেতা আবু তাহের রিপন। এর আগে নারায়ণ চন্দ্র চন্দ এমপি দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।