কেশবপুরে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ কেশবপুরে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক নোটিশ করলেও সে নোটিশের তোয়্ক্কাা না করে নারায়ণপুর গ্রামের সুলতান গাজীর মেয়ে ফতেমা খাতুন ও ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে বিবাদমান জমি জবর দখল করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কেশবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত নিছার আলী সরদারের ছেলে ছলেমান সরদার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত(আমলী) যশোর বরাবর একই গ্রামের মৃত সুলতান গাজীর মেয়ে ফতেমা খাতুন ও ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে জমি জবর দখলের প্রচেষ্টার ঘটনায় ১৪৪/১৪৫ ধারায় অভিযোগ দায়ের করেন। যার নম্বর পি-২১৮/২১। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে কেশবপুর থানার ওসিকে বিরোধীয় জমিতে শান্তি শৃঙ্খলা বাজায় রাখার নির্দেশনা দেন। এ মামলার পরবর্তী দিন নির্ধারিত হয় আগামী ৮ এপ্রিল। সে মোতাবেক গত ৯ ফেব্রুয়ারি তারিখে কেশবপুর থানার ওসির নির্দেশনায় এস আই তাপস কুমার রায় উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ প্রদান করেন। এ নোটিশ পাওয়ার পরও বিবাদিরা রাতের বেলায় নির্মাণ কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে এস আই তাপস কুমার জানান, এ ধরণের ঘটনা ঘটলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।