চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিব যশোর ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের ইছাপুর বটতলা মোড় থেকে শুরু হয়ে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের এবিসিডি কলেজে গিয়ে শেষ হয়। বাংলাদেশ সেনাবাহিনী যশোর অঞ্চলের ১০৫ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ও চার্জিং নাইনের পরিচালনায় পাঁচ কিলোমিটার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। এরপর কলেজমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ যশোরে ডিভিশনের ১০৫ পদাতিক ব্রিগেডের চার্জিং নাইনের অধিনায়ক মেজর রফিকুল ইসলাম, ক্যাপ্টেন রিয়াসাত, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেলসহ অঅওয়ামীলেিগর নেতৃবৃন্দ।
বিকেলে পৌর শহরের ইছাপুর বটতলায় এ ম্যারাথনের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। ম্যারাথনে দৌড়ে এবিসিডি কলেজে পৌঁছানো উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য ড. মোস্তনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, চৌগাছা প্রেসকাবের সাবেক সভাপতি জিসিবি আদর্শ কলেজের অধ্য আবু জাফরসহ সিনিয়র ব্যক্তিবর্গ। ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন শাহরিয়ার জামান, এছাড়া ২য় হন ইনজামুল হক, ৩য় হাবিবুর রহমান, ৪র্থ কবির হোসেন, ৫ম আব্দুর রউফ, ৬ষ্ঠ ইমন, ৭ম মাসুদ রানা, ৮ম তারেক রহমান, ৯ম জিহাদ এবং ১০ম হন সাজেদুল ইসলাম। এছাড়া মেয়েদের মধ্যে ১ম হন সেতু বর্ণা, ২য় আছিয়া খাতুন ও ৩য় হন সর্মিলা আক্তার ইতি। উপজেলার ২ হাজার ১শ নব্বই জন জনপ্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক-শিকিা, শিার্থীসহ নানা পেশার নারী-পুরুষ অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ম্যারাথনে অংশ গ্রহণ করেন।